Sunday, December 22, 2024
spot_img
Homeসারাদেশউপজেলার খবরসাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা।

সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা।

আদমজী এক্সপ্রেস রিপোর্ট:সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদকে আসামি করে সিদ্ধিরগঞ্জে মামলা হয়েছে। ২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামের এক ব্যক্তিকে অপহরণ করে দু’কোটি টাকা মুক্তিপণ দাবির অপরাধে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় আরো ৫-৭ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।

সোমবার বিকেলে থানা সূত্রে মামলার বিষেয়টি জানা গেছে। ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মামলার বাদি সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডস্থ ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

মামলার এজাহারের অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলাস্থ কোতয়ালী থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকাস্থ দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: মহসীন ভুঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানিয়েছেন, মামলাটি কোর্ট থেকে আদেশ এসেছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img

জনপ্রিয়

মতামত